
নিজস্ব প্রতিবেদকঃ শনিবার (৪ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর দক্ষিণখান ফায়দাবাদ আটিপাড়া বাইতুর রাহমান জামে মসজিদ সংলগ্ন এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন।
উঠান বৈঠকে এম কফিল উদ্দিন আহমেদ বলেন—
“আমি দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা ঢাকা-১৮ আসনের জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দিতে চাই। আমি আপনাদের ঘরের সন্তান, আগামী নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সংসদে পাঠাবেন বলে আমি বিশ্বাস করি। বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হবে, মানুষ ফিরে পাবে গণতন্ত্র ও ন্যায়বিচার।”
তিনি আরও বলেন—
“বিএনপি জনগণের দল। আমাদের লক্ষ্য মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা এবং একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।”
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বৈঠকে উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।