
কিংবদন্তি গীতিকবি, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার রোববার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে মারা যান। তার হঠাৎ মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া।
সংস্কৃতিক অঙ্গনে তার এই অপূরণীয় অনুপস্থিতি প্রসঙ্গে গীতিকার কবির বকুল ফেসবুকে লিখেন, ‘তিনি নিজেই একটি ছিলেন ইন্সটিটিউশন, আর আমি সেই ইন্সটিটউশনের ছাত্র ছিলাম। তার মৃত্যুতে অনেকটাই অভিভাবক শূন্য হয়ে গেলাম।’
কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল লিখেন, ‘স্যার এর আত্মার শান্তি কামনা করি। মহান আল্লাহ উনার পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।’
কণ্ঠশিল্পী আবিদা সুলতানা লিখেছেন, প্রিয় গুণী মানুষটি না ফেরার দেশে চলে গেছেন, ভাবতেই ভীষণ কষ্ট হচ্ছে।
কনকচাপা তার ফেসবুক পেজে লিখেছেন, আমাদের পরম শ্রদ্ধেয় গীতিকবি, চলচ্চিত্র পরিচালক, সাংস্কৃতিক জগতের মহীরুহ গাজী মাজহারুল আনোয়ার আর নেই। তার আত্মার মাগফিরাত কামনা করি।
নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, একটা মন খারাপ করা সকাল। একজন কিংবদন্তীর বিদায়।
চিত্রনায়ক ওমর সানি জানান, আমার বাবা আর শ্বশুর ইন্তেকালের পর আমি তাকে বাবা বলে ডাকতাম, শ্বশুর বলে ডাকতাম। তার অনুপস্থিতিতে অনেক অসহায় বোধ করছি।
চিত্রনায়ক শাকিব খান তার ফেসবুকে লিখেন, বর্ণিল কর্মময় জীবনে গাজী আঙ্কেল গানের বাইরে বিকশিত হয়েছেন চলচ্চিত্র নির্মাণ, চিত্রনাট্যকার ও প্রযোজক হিসেবেও। শিল্প সংস্কৃতির প্রায় প্রতিটি সেক্টরে তিনি রেখেছেন বিস্ময়কর সব সাফল্য। তিনি চলে গেলেও এদেশের মানুষের হৃদয় মনিকোঠায় আজীবন ভীষণ প্রিয় হয়ে থাকবেন।
কিংবদন্তি এই শিল্পীকে নিয়ে মনির খান লিখেন, আপনার এই চলে যাওয়ায় জাতি হারালো অমূল্য এক সম্পদকে, আর আমি হারালাম আমার গানের এক অভিভাবক শ্রদ্ধেয় কাকা কে।
দীর্ঘ ৬০ বছরের ক্যারিয়ারে তিনি ২০ হাজারের বেশি গান রচনা করেছেন। রেখে গেছেন অনেক গুণগ্রাহীকে।