মোঃমিজানুর রহমান বরগুনা প্রতিনিধি, বরগুনার: তালতলীতে ইউ পি সদস্যের সহায়তায় বাল্য বিবাহের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে শারীকখালী ইউনিয়নের চাউলাপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
¯স্হানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শারীকখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য নিজাম উদ্দীনের সহযোগিতায় চাউলা পাড়া গ্রামের সন্তোষ কুমার শীলের মেয়ে কাঠালপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ ম শ্রেণির ছাত্রী শুকলা দেবীর সাথে পাথরঘাটা উপজেলার রুপধন গ্রামের সতীষ চন্দ্র শীলের ছেলে বাসুদেব শীলের সাথে সোমবার রাতে বিয়ে হয়। বিয়ের সংবাদ পেয়ে ঘটনা¯’লে সাংবাদিকরা গেলে ইউ পি সদস্য নিজাম উদ্দিন ও চৌকিদার সিদ্দিকুররহমান বিয়ে বাড়ি থেকে বেড়িয়ে এসে সাংবাদিকদের জানান ,থানা থেকে নিষেধ করার কারণে বিয়ে বন্ধ করে দিয়েছি। এ সময় বিয়ে বাড়ি যেতে চাইলে তিনি মেয়ের বাড়িতে সাংবাদিকদের নিয়ে দেখান এখানে কোন বিয়ের অনুষ্ঠান নেই। পরবর্তীতে জানা গেছে, মেয়ের জ্ঞাতী চাচা পরিমলের বাড়িতে বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে ইউ পি সদস্য নিজাম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি কৌশলে বিষয়টি এড়িয়ে যান। এ বিষয় জানতে চাইলে তালতলী থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, গতকাল একটি বাল্য বিবাহ হবে সংবাদ পেয়ে ইউপি চেয়ারমানকে অবহিত করেছি ও সিদ্দিক চৌকিদারকে ঘটনা¯’লে গিয়ে আমাকে জানাতে বলেছি। আমার জানামতে চাউলাপাড়ায় গতকাল কোন বাল্য বিয়ে হয়নি। এ ব্যাপারে ইউ পি চেয়ারম্যান আবুল বাসার তালুকদারের সাথে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।


