
মো:মিজানুর রহমান বরগুনা প্রতিনিধি:বরগুনার তালতলী উপজেলায় বিশেষ অভিযানে উপজেলার ছোটবগী এলাকা থেকে রাত ৯টা’র সময় গোপন সংবাদের ভিত্তিতে এস আই মো. জসিম উদ্দিনে’র নেতৃত্বে পুলিশের একটি টিম ছোটবগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তা থেকে ৪০০ গ্রাম গাঁজা সহ গাঁজা ব্যবসায়ী মোঃ ছগির খান কে (৩০) আটক করা হয়। চিহ্নিত ছগির দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা, হিরোইন, ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকের ব্যবসা করে আসছিল।
আটক ছগির খান তালতলীর উপজেলার পাঁচাকোড়ালিয়া’র হাড়িপাড়া এলাকার রশিদ খানের ছেলে ।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শহিদুল ইসলাম জানায়, ছগির খানকে ৪০০ গ্রাম গাজা সহ আটক করা হয়।তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন হবে।