মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে নতুন ইউএনও মো. আসাদুজ্জামনের সাথে তালতলী সাংবাদিক ফোরামের সদস্যদের সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার সময় তার কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এর আগে তিনি গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বরগুনা জেলা প্রশাসন কার্যালয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামনের সাথে তালতলীর বিভিন্ন উন্নয়নের সার্বিক বিষয়ে আলোচনা করেন ফোরামের সদস্যরা। পরে তালতলী সাংবাদিক ফোরামের কার্যকরী কমিটি২০২০ এর তালিকার তুলে দেন সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক মানবজমিন এর প্রতিনিধি মো. খাইরুল ইসলাম আকাশ।
এসময় উপস্থিত ছিলো ফোরামের সিনিয়র সদস্য দৈনিক ইত্তেফাক ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এর জেলা প্রতিনিধি আরিফ হোসেন ফসল,তারা টিভির জেলা প্রতিনিধি নাসির উদ্দিন,সহসভাপতি কে.এম রিয়াজুল ইসলাম,হাইরাজ মাঝি,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মিজানুর রহমান নাদিম,সাংগঠনিক সম্পাদক মল্লিক মো. জামাল,প্রচার সম্পাদক মাহমুদুর হাসান, তথ্য ও গবেষণা সম্পাদক মো. বেলাল আহম্মেদ,ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক জসিম উদ্দিন ও এশিয়ান টেলিভিশনের তালতলী প্রতিনিধি জলিলুর রহমান প্রমুখ।