মানিকগঞ্জে ভাড়া বাসা থেকে অজ্ঞাত যুবকের গলিত লাশ উদ্ধার: হত্যা মামলা দায়ের

তালাবদ্ধ ঘর থেকে পচা দুর্গন্ধ, পুলিশ দরজা ভেঙে দেখলো বিকৃত চেহারা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর থানাধীন কামারদিয়া এলাকার একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে অনুমান ২৫ থেকে ৩০ বছর বয়সী এক অজ্ঞাতনামা যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি পচে চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। এই ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মানিকগঞ্জ কর্তৃক তদন্তাধীন রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ, সকাল আনুমানিক ০৭:০০ ঘটিকার সময় মানিকগঞ্জ সদর থানার জরুরী ডিউটিতে নিয়োজিত এসআই (নিঃ) মোঃ আশরাফুর রহমান একটি জরুরি সংবাদ পান। সংবাদে জানানো হয়, কামারদিয়া সাকিস্থ জনৈক আশরাফুল মান্নানের ভাড়া দেওয়া বাড়ির দু’চালা টিনের ঘরের দক্ষিণ পাশের ভাড়াটিয়া কক্ষটি বাইরে থেকে তালা লাগানো এবং ঘরটির ভেতর থেকে তীব্র পচা দুর্গন্ধ বের হচ্ছে।

সংবাদ পেয়ে এসআই আশরাফুর রহমান দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। বাড়ির মালিকের সহায়তায় কক্ষের তালা ভাঙার পর ঘরের ভেতরে আনুমানিক ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার, মাঝারি স্বাস্থ্যের ও শ্যামলা গায়ের রঙের এক যুবকের মৃতদেহ দেখতে পান।

পুলিশ জানিয়েছে, লাশটি বহু আগে থেকেই পচন ধরতে শুরু করায় যুবকের চেহারা সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে। ফলে ঘটনার দিন পর্যন্ত লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

লাশ উদ্ধারের পর সুরতহাল সম্পন্ন হয়। পরবর্তীতে এসআই (নিঃ) মোঃ আশরাফুর রহমান বাদী হয়ে এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর এর গুরুত্ব বিবেচনা করে তদন্তের দায়িত্ব জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মানিকগঞ্জ-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, তারা নিহত ব্যক্তির পরিচয় এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত সনাক্ত করার জন্য কাজ শুরু করেছে।