
নিজস্ব প্রতিবেদক : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু হবে। এজন্য সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয় করা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-৪ কার্যালয়ে ‘স্বাধিকার স্বাধীনতা ও স্বপ্নগাথা’ শিরোনামে একটি শিল্পকর্ম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
র্যাব প্রধান বলেন, ‘র্যাব সব সময় কোটি-কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করছে। মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনে সোপর্দও করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মাদক ব্যবসায়ীদের তালিকা দেওয়া হয়েছে। তালিকাভুক্তদের ধরতে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে মাদক নির্মূলে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।’
পরে বেনজীর আহমেদ বিভিন্ন শিল্পকর্ম ঘুরে দেখেন। শিল্পকর্মে ৪৭ এর দেশ ভাগের পর বাংলাদেশের চিত্র তুলে ধরা হয়। এ সময় র্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।