নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকার তালিকাভূক্ত চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে বায়েজিদ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো মোজাম্মেল হোসেন মিন্টু (৩০), মো. আব্দুর রহিম (২৮), মো. শামসুল আলম সাত্তার (৩১) ও মো. গিয়াস উদ্দিন (২৫)।
বায়েজিদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক, ডাকাতি ও দ্রুত বিচারসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
এরা বায়েজিদের টেক্সটাইল ও শীতল ছায়া এলাকার ত্রাস। গোপনসূত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


