‘তালেবানকে সরকার গঠনে পাকিস্তান সহায়তা করবে’

আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে তালেবানকে পাকিস্তান ‘সহায়তা’ করবে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। গতকাল শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবকে এ কথা বলেন তিনি। খবর পিটিআই ও ইন্ডিয়া ডট কমের।

গত বৃহস্পতিবার পাকিস্তান সফরে আসেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। এই মুহূর্তে ইসলামাবাদে অবস্থান করছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, আঞ্চলিক নিরাপত্তা ও আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন তিনি।

পাকিস্তানের সংবাদমাধ্যম অবজারভারের খবরে বলা হয়, আফগানিস্তানে সরকার গঠনে সহায়তার পাশাপাশি দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা আনতে পাকিস্তান কাজ করবে বলে ডমিনিক রাবের সঙ্গে বৈঠকে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান।