তালেবানদের নিয়ন্ত্রণে কান্দাহারও

আফগানিস্তানে গজনি-হেরাতের পর কান্দাহারও নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান। এ নিয়ে গত এক সপ্তাহে ১২টি প্রাদেশিক রাজধানীর দখল নিলো জঙ্গিগোষ্ঠীটি।

এদিকে চলমান সংঘাতের মধ্যেই কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়াসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আফগান সরকার ও তালেবান প্রতিনিধিদের শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আফগানিস্তানে একেকটি দিন মানেই যেন একেকটি শহর তালেবানের দখলে চলে যাওয়া। যতই দিন গড়াচ্ছে, একটি একটি করে প্রধান প্রাদেশিক রাজধানীগুলোর নিয়ন্ত্রণ হারাচ্ছে সরকার।

সবশেষ, বৃহস্পতিবার একদিনেই গজনি এবং দেশটির তৃতীয় বৃহত্তম শহর উত্তর-পশ্চিমাঞ্চলীয় হেরাতের নিজেদের নিয়ন্ত্রণে নেয় তালেবান।

এর মধ্য দিয়ে এক সপ্তাহেরও কম সময়ে দেশটির ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে ১০টির বেশি নিজেদের দখলে নিল জঙ্গিগোষ্ঠীটি। শুধু তাই নয়, সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের তীব্র লড়াই চলছে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার এবং হেলমান্দেও।

এর আগে আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাদাখসান প্রদেশের রাজধানী ফাইজাবাদের দখল নেয় তালেবান। হেরাত, গজনি ও ফাইজাবাদ ছাড়াও ফারাহ, পুল-ই-খুমরি, জারাঞ্জ, কুন্দুজ, তাকহার, সার-ই-পল, তালুকান ও সেবারঘান দখল করেছে তালেবান। হেরাত, গজনি ও ফাইজাবাদের পতনের কারণে ঝুঁকির মধ্যে রয়েছে উত্তরাঞ্চলীয় আরেক শহর মাজার-ই-শরিফও।