তালেবান যোদ্ধাদের বিজয় উদযাপন

আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহারে কাবুলজুড়ে বন্দুকের গুলি ছুড়ে উদযাপন করেছে তালেবান যোদ্ধারা।

মঙ্গলবার (৩১ আগস্ট) ভোর হওয়ার আগেই কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ পায় তালেবান। এক জ্যেষ্ঠ তালেবান নেতা বলেন, আমরা ইতিহাস নির্মাণ করেছি।

দীর্ঘ ২০ বছরের লড়াই শেষে সোমবার (৩০ আগস্ট) দিবাগত রাতে আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তালেবানের জ্যেষ্ঠ নেতা আনাস হাক্কানি বলেন, আমরা খুবই খুশি যে ২০ বছরের জিহাদ, আত্মত্যাগ ও কষ্টের পর এই ঐতিহাসিক মুহূর্ত দেখার সৌভাগ্য হয়েছে।

তালেবান মুখপাত্র জবিহুল্লাহ বলেন, যদি তারা কোনো যুদ্ধাবস্থা তৈরির চেষ্টা করে তবে তাদের মোকাবিলা করা হবে। তার মতে, যেসব আফগান আইএসের মাধ্যমে উৎসাহিত হয়েছে, বিদেশিদের অনুপস্থিতিতে একটি ইসলামিক সরকার গঠন দেখে তারা নিজেদের অভিযান প্রত্যাহার করে নেবেন।

এক সংবাদ সম্মেলনে পেন্টাগন বলেছে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার পর গত দুদশকের মধ্যে এই প্রথম কোনো মার্কিন সেনার উপস্থিতি নেই আফগানিস্তানে।

যুক্তরাষ্ট্রের দীর্ঘতম যুদ্ধের সমাপ্তি ঘিরে তৈরি হওয়া আবেগঘন পরিবেশকে ‘হৃদয় বিদারক’ বলে আখ্যায়িত করেছেন মার্কিন মেরিন জেনারেল ফ্রাংক ম্যাকাঞ্জি। এর আগে আমেরিকান নাগরিক ও ঝুঁকিপূর্ণ আফগানদের সরাতে অক্লান্ত ও বিপজ্জনক পরিশ্রম করতে হয়েছে যুক্তরাষ্ট্রের সেনাদের।