তালেবান সরকারের বিরুদ্ধে রাস্তায় নারীরা

শরিয়া আইনে আফগানিস্তানে মন্ত্রিপরিষদে কেবল পুরুষদের নিয়ে তালেবানের সরকার গঠনের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন শত শত নারী। কোনো নারী সদস্যের নাম না থাকায় কাবুল ও উত্তর-পূর্বাঞ্চলের প্রদেশ বাদাখশানে বিক্ষোভ করেছেন তারা।

এদিকে নতুন মন্ত্রিসভা গঠিত হলেও পরে সেখানে নারীদের রাখা হবে কি না, এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি তালেবান। এদিকে নবগঠিত অন্তবর্তীকালীন সরকারকে অবৈধ আখ্যা দিয়েছে দেশটির ন্যাশনাল রেসিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ)।

চূড়ান্ত না হলেও নবগঠিত তালেবানের মন্ত্রিপরিষদে নেই কোনো নারী সদস্য। কেবল পুরুষদের নিয়ে সরকার গঠনের বিরুদ্ধে কাবুল, উত্তর-পূর্বাঞ্চলের প্রদেশ বাদাখশানসহ বেশ কয়েকটি জায়গায় আন্দোলনে নেমেছেন নারীরা। তাদের দাবি, মন্ত্রিপরিষদে নারী সদস্য ছাড়া কোনোভাবেই এ সরকারকে মেনে নেবেন না তারা।

এ সময় বিক্ষোভ ছত্রভঙ্গ করতে তাদের ওপর চড়াও হয় তালেবান। এ সময় কয়েকজন সাংবাদিককে আটক ও মারধরের অভিযোগও ওঠে তাদের বিরুদ্ধে। এ বিষয়ে তালবান বলছে, এ ধরনের বিক্ষোভ অবৈধ। তা ছাড়া যে কোনো বিক্ষোভের জন্য অনুমতি নিতে হবে এবং কোনো অবমাননাকর ভাষা ব্যবহার করা যাবে না।