আতিক হাসান: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো.আব্দুল হক কে গনঅভ্যথনা দেয়া হয়েছে। বুধবার সকালে ঢাকা মেডিকেল হাসপাল থেকে দীর্ঘ ২৩ দিন চিকিৎসা শেষে নিজ এলাকা তাড়াশের দিকে রওনা হন। খবর পেয়ে উপজেলার রাজনৈতি নেতা কর্মী ও সাধারন জনগন তাকে বিকেলে সিরাজগঞ্জ রোড় গোলচত্বর থেকে গন অভ্যাথনা দিয়ে প্রায় ৩ থেকে ৪ শত মটর সাইকে,অটোভ্যান,মাইক্রো বাস,ট্রাক নিয়ে বিশাল শোডাইন দিয়ে তাড়াশে নিয়ে আসেন। পরে প্রথমে, উপজেলা দলীয় কার্যালয়ে দলীয় নেতা কর্মীরা তাকে ফুলদিয়ে অভ্যাথনা জানান, বিকাল ৪টায় তাড়াশ ্্্্্্্্্্্্্্্্ইউপি চেয়ারম্যান ফরামের আয়োজনে কাউর্্্্্্্্্্্্্্্ইাল ইসহাক তফের আলী কলেজ মাঠে তাকে আনুষ্ঠানিক ভাবে অভ্যাথনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রয়ী আ’লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড: হোসেন মুনসুর,ডা.আব্দুল আজিজ,উপজেলা আ”লীগের সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকার,ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক,আট ্্্্্্্ইউপি চেয়ারম্যান সহ দলের অনন্য ােসান
নতাও কর্মী বৃন্দ প্রমুখ।
উল্লেখ্য,৩০ অক্টোবর তাড়াশ উপজেলা পরিষদ হল রুমে আইন শৃংখলা সভায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল হকের উপর দূর্বৃতরা হামলা করে আহত করে। পরে সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ বাদী হয়ে স্থানীয় সংসদ গাজী ম ম আমজাদ হোসেন মিলকে ১নং আসামী করে আরো ১৩ জনের নামে মামলা করেন।