সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে দুই সন্তানের জননী পপি খাতুনের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
তিনি উপজেলার সদর ইউনিয়নের কাউরাইল গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।
রোববার বিকেলে তাড়াশ থানা পুলিশ নিহত নারীর লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ জানান, পপি খাতুন স্বামীকে নিয়ে তার বাবা রেজাউল করিমের বাড়িতেই বসবাস করতেন। রোববার দুপুরে সাইফুল ইসলাম ঘরের মধ্যে তার স্ত্রী পপি খাতুনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তাদের পরিবারে একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আব্দুর রাজ্জাক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে।