
ক্রীড়া ডেস্ক : বিরাট কোহলি ও আনুশকা শর্মা ভ্যালেন্টাইন ডে’তে কী করেছেন, তা নিয়ে ছিল জল্পনা-কল্পনা। বিশেষ করে ভক্ত-সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে দুই তারকার সংবাদ পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কিন্তু দুজনই ‘ভিরুস্কা’ ফ্যানদের হতাশ করেন।
তাহলে কি ভ্যালেন্টাইন ডে’তে কিছুই করেননি বিরাট ও আনুশকা! একবারও কি দেখা হয়নি দুজনের? না, দেখা হয়েছে দুজনেরই। একসঙ্গে সময় কাটিয়েছেন দীর্ঘক্ষণ।
ভ্যালেন্টাইন ডে’র একদিন পর বিরাট কোহলি নিজেদের ছবি পোস্ট করেছেন ইন্সট্রাগ্রামে। ছবিতে কোহলি আনুশকাকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘তুমি চাইলে প্রতিটি দিন হবে ভ্যালেন্টাইন ডে। তুমি প্রতিদিনই আমার দিনগুলোকে ভ্যালেন্টাইন বানিয়ে দিচ্ছ।’
সচরাচর প্রেমিকা আনুশকাকে নিয়ে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেন না বিরাট। এ বছর থেকেই আনুশকাকে নিয়ে ঘনঘন ছবি পোস্ট করছেন বিরাট। গত জানুয়ারিতে দুজন গিয়েছিলেন হিমাচল প্রদ্বেশে। সেখানে থাকাকালীন সময়ে একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন কোহলি।
সময়টা খুব ভালো যাচ্ছে দুজনেরই। মাঠে বিরাট কোহলি টিম ইন্ডিয়াকে একের পর এক সাফল্য উপহার দিয়ে আসছেন। অন্যদিকে আনুশকা শর্মা বলিউডে হিট ছবি উপহার দিচ্ছেন নিয়মিত।