তিতাসে এক দুবাই প্রবাসীর বাড়িতে চুরি, চোর চক্রের যন্ত্রণায় অতিষ্ট এলাকাবাসী

সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লার তিতাসে এক দুবাই প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের বাসিন্দা মরহুম শুভা সরকারের ছেলে দুবাই প্রবাসী মোঃ মুছা সরকারের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, দুবাই প্রবাসী মুছা সরকারের বাড়ির সিমানা দেয়াল ও ভবন নির্মাণের কাজ চলছে। এ সুবাধে নির্মাণ কাজের বিভিন্ন যন্ত্রপাতি সামগ্রী বাড়ির একটি ঘরে নিয়মিত রাখা হয়। গত মঙ্গলবার (২৯ জুলাই) প্রতিদিনের মতোই কাজ শেষে বিকালে বিভিন্ন যন্ত্রপাতিসহ একটি পানি উত্তোলনের মটর সেই ঘরটিতে রাখা হয়। সেদিনই রাত ৮টার দিকে ঘরের শিকল খুলে তালা ভেঙ্গে পানির মটরটি চুরি করে নিয়ে যায় বলে জানান ভুক্তভোগী পরিবারের লোকজন।
ঘটনার বিষয়ে দুবাই প্রবাসী মুছা সরকারের বাড়ির দায়িত্বরত কেয়ারটেকার মোঃ ইমরান বলেন, বিকালে কাজ শেষে পানির মটর ও অন্যান্য মালামাল ঘরে রেখে তালা দিয়ে আমি দোকানে যাই। পরে রাত আনুমানিক ৯টার দিকে এসে দেখি ঘরের দরজা খোলা সঙ্গে সঙ্গে ভিতরে প্রবেশ করে দেখি৷ পানির মটরটি নেই। পিছনের দরজাটিও খোলা। এঘটনায় জড়িত থাকতে পারে বলে কাউকে সন্দেহ করছেন কিনা এমন প্রশ্নে তিনি সাংবাদিকদের বলেন, বিকালে কাজ শেষে দোকানে গেলে আমাকে স্থানীয় জাহিদ নামের এক ব্যক্তি জিজ্ঞাস করেন যে পানির মটরটি সেই ঘরে আছে কিনা? আমি সরল মনে বলেছি জ্বি সেখানেই রাখা হয়েছে। এছাড়া আর সন্দেহজনক কোন কিছু ঘটেনি বা কাউকে আমি দেখিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন প্রবাসী ও স্থানীয়রা জানান, এলাকায় কিছুদিন পর পরই নানা ধরনের চুরির ঘটনা ঘটে চলেছে। কারো বাড়ির টিউবওয়েল কারো পানির মটর কারো বাড়ির টিভি, হাড়ি-পাতিল পর্যন্ত চুরি করে নিয়ে যায় এ চোর চক্রটি।
এদের কারণে সাধারণ মানুষের সমাজে বসবাস করা দূরুহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ভয়ে কেউ মুখ খুলতে চায়না। কেউ মুখ খুললেই তার বাড়ি ঘর টার্গেট করে পরবর্তীতে চুরি করে এ চোর চক্রটি। এ চোর চক্রের যন্ত্রনায় অতিষ্ঠ আমরা এলাকাবাসী। এলাকার স্থানীয় সচেতন মহল এ চোর চক্রটির দমনে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান।
এবিষয়ে দুবাই প্রবাসী মো. মুছা সরকার মুঠোফোনে সাংবাদিকদের বলেন, আমি বিদেশে থাকি ভাই বাড়িতে স্ত্রী ও মা ছাড়া অন্য কোন লোকজন নাই। এর আগেও আমার বাড়িতে চুরি হয়েছে এখন আবার পূনরায় পানির মটরটি চুরি করে নিয়ে গেছে। একজন প্রবাসী হিসেবে বিষয়গুলো নিয়ে আমি দুশ্চিন্তায় থাকি কখন জানি কোন অঘটন ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনীর নিকট আমার অনুরোধ এলাকায় এসকল চোরদের বের করে আইনের আওতায় নেওয়া হোক। আমি কিছু দিনের মধ্যে বাড়িতে আসতেছি চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করবো।