
নারায়ণগঞ্জ প্রতিনিধি : প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, রোববার সকাল ৮টায় শীতলক্ষ্যা এলাকায় কুমুদিনি ওয়েলফেয়ার ট্রাস্টের ১৫ নম্বর পাটের গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে তা ১২ ও ১৩ নম্বর গুদামে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে শ্রমিক ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে নারায়ণগঞ্জ ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনো আগুন ডাম্পিংয়ের কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলতে পারেনি।
নারায়ণগঞ্জে তিনটি পাটের গুদামে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার সকালে শীতলক্ষ্যা এলাকায় কুমুদিনি ওয়েলফেয়ার ট্রাস্টের পাটের গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।