
নিজস্ব প্রতিবেদক : বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে রাজধানীর উত্তরা ও সায়েন্সল্যাবে তিনটি বাসে আগুন দিয়েছে ক্ষুব্ধ ছাত্ররা। এ সময় তারা কয়েকটি বাস ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এসব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৩টার পর উত্তরার জসীম উদ্দীন রোডে এনা ও বুশরা পরিবহনের দুটি বাসে আগুন দেয় ছাত্ররা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় উত্তরার হাউস বিল্ডিংয়ে বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঁচটি বাস এবং একটি পিকআপও ভাঙচুর করে।
অন্যদিকে, দুপুর পৌনে ১২টার দিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে সিটি কলেজ এবং ধানমন্ডি আইডিয়ালসহ বেশ কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা একটি বাসে আগুন ধরিয়ে দেয়। পরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
মঙ্গলবার বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, ‘খবর পেয়ে তিনটি বাসে লাগানো আগুন নিভিয়ে ফেলা হয়েছে।’