সচিবালয় প্রতিবেদক : পুরোনো তিনটি বিদ্যুৎকেন্দ্র সংস্কার ও আধুনিকায়ন করে উৎপাদন ক্ষমতা সাড়ে ৫ হাজার মেগাওয়াটে উন্নীত করা হবে। কাজ শুরু হবে এ বছর ডিসেম্বরে।
বিদ্যুৎকেন্দ্র তিনটি হলো নরসিংদীর ঘোড়াশাল, খুলনার বোয়ালপাড়া এবং সিরাজগঞ্জের বাঘাবাড়ি।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে পাওয়ার হাব মাস্টার প্ল্যান-এর চুড়ান্ত রিপোর্ট উপস্থাপন শেষে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এই তিনটি বিদ্যুৎকেন্দ্র থেকে বর্তমানে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। এসব বিদ্যুৎকেন্দ্র রি-অর্গানাইজড, ক্যাপাসিটি বৃদ্ধি ও আধুনিকায়নে ১০ বছর মেয়াদি মাস্টারপ্ল্যান হাতে নেওয়া হয়েছে। এই তিনটি বিদ্যুৎকেন্দ্রের পর বগুড়ার কেন্দ্র রি-অর্গানাইজড ও ক্যাপাসিটি বাড়ানো হবে। পিডিবির আওতাধীন বিদ্যুৎকেন্দ্রগুলো হবে ডুয়েল ফুয়েল চালিত।’
নসরুল হামিদ বলেন, ‘ঘোড়াশাল, বোয়ালপাড়া এবং বাঘাবাড়ি বিদ্যুৎকেন্দ্রের মোট জমির পরিমাণ প্রায় তিন শ’ একর। ইতিমধ্যে এ তিনটি কেন্দ্র অডিট করা হয়েছে। পুরনো এই বিদ্যুৎকেন্দ্রগুলো রি-অর্গানাইজড করতে খরচ হবে ১০ হাজার কোটি টাকা। এসব কেন্দ্রে প্রয়োজনীয় আবাসিক ব্যবস্থা ও স্কুল নির্মাণ করা হবে।
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।