মডেল মেলানিয়া ট্রাম্প। বিশ্বের বিখ্যাত ম্যাগাজিনের কভারের জন্য পোজ দিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে- হার্পারস বাজার (বুলগেরিয়া), ওশান ড্রাইভ, ইন স্টাইল ওয়েডিং, নিউ ইয়র্ক ম্যাগাজিন, এভিনিউ, ভ্যানিটি ফেয়ার (ইতালি), জি কিউ প্রভৃতি। ম্যাগাজিনের প্রচ্ছদে নগ্ন হয়ে পোজ দিয়েও অনেকবার বিতর্কিত হয়েছেন তিনি।
অনেক দিন ধরেই আমেরিকার নির্বাচন নিয়ে চলছিল নানা জল্পনা কল্পনা। সম্প্রতি এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মেলানিয়া ডোনাল্ড ট্রাম্পের তৃতীয় স্ত্রী।
আর খুব স্বাভাবিকভাবেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচিত ছিলেন মেলানিয়া ট্রাম্পও। আলোচিত্র এই মডেলকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।