জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র গঠনের প্রতিবাদে তিন দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল।
এর অংশ হিসেবে বুধবার দেশের সকল উপজেলা ও থানায়, বৃহস্পতিবার সারা দেশের জেলা শহর এবং শনিবার দেশের সকল মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে সংগঠনটির নেতা-কর্মীরা।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এই কর্মসূচি ঘোষণা দিয়েছেন।