নিজস্ব প্রতিবেদক : তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার মহাপরিচালক লি ইয়ং।
বুধবার ভোরে তিনি ঢাকা পৌঁছবেন। শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফর করবেন।
সফরকালে লি ইয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি শিল্পমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও অর্থ, বাণিজ্য ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করবেন।
মঙ্গলবার শিল্প মন্ত্রণালয় উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. আবদুল জলিল এ তথ্য জানান।
লি ইয়ং শিল্প মন্ত্রণালয় আয়োজিত ‘এসডিজির নবম লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিল্প উন্নয়ন’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখবেন। এ ছাড়া তিনি ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, সাভার চামড়া শিল্পনগরী এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।
বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে তিনি ৮ সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করবেন। তার এ সফরের ফলে বাংলাদেশে টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও শিল্প খাতে গুণগত পরিবর্তনের ক্ষেত্রে ইউনিডোর সহায়তা বাড়বে বলে আশা করা হচ্ছে।