
গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সরকারী কেন্দ্রীয় কোষাগার থেকে প্রাপ্তির দাবীতে কর্ম বিরতি পালন করেছে গোপালগঞ্জের তিন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন, জেলা শাখা এ কর্মসূচী পালন করে।
বুধবার সকাল ১১টার দিকে গোপালগঞ্জ, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ পৌরসভার সামনে এসে জড়ো হয়। এ সময় তারা সেখানে অবস্থান নিয়ে এক ঘন্টা কর্ম বিরতি পালন করে।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে গোপালগঞ্জ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি কে জি এম মাহামুদ, বৃহত্তর ফরিদপুর আ লিক কমিটির সাধারণ সম্পাদক মো: হারুনার রশীদ, গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি এস এম সাজ্জাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তরা পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সরকারী কেন্দ্রীয় কোষাগার থেকে প্রাপ্তির দাবী জানান।