তিন বছরের সাফল্য উদযাপন সোমবার

ক্রীড়া প্রতিবেদক : ক্রিকেটে গত তিন বছরের যত সাফল্য ক্রিকেটাররা বয়ে এনেছেন, সেই সাফল্য সোমবার উদযাপন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ উপলক্ষে সোমবার আয়োজন করা হয়েছে ‘মেজবান’।

মেজবানে প্রায় সাড়ে তিন হাজার অতিথিকে দাওয়াত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেট সংশ্লিষ্ট সকল ক্লাব, সংগঠক, জেলা ও ক্রীড়া সংস্থা, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মীদের নিমন্ত্রণ করেছে বিসিবি।

দুপুর ১টায় ক্রিকেটার, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের উপস্থিতিতে শুরু হবে মেজবান। এ উদযাপনেই আসন্ন ইংল্যান্ড সিরিজে ক্রিকেটারদের পারফরম্যান্সের পুরস্কার ঘোষণার কথা রয়েছে।

২০১৪ সালের অক্টোবরে জিম্বাবুয়েকে ৫-০ ব্যবধানে হারানোর মধ্য দিয়ে যার শুরু। পরে ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা, দেশের মাটিতে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও সর্বশেষ আফগানিস্তানসহ টানা ৬টি ওয়ানডে সিরিজ জিতেছে মাশরাফি বিন মুর্তজার দল। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেও পায় সাফল্য।

পাশাপাশি সাদা পোশাকে মুশফিকুর রহিমের হাত ধরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ড্র এবং ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জেতে বাংলাদেশ। একই সঙ্গে যুব বিশ্বকাপে তৃতীয় হওয়ার গৌরবও অর্জন করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নারী ক্রিকেটেও রয়েছে দারুণ সাফল্য।

ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি ‘বড় কারণে’ আয়োজন হচ্ছে মেজবান। বিসিবিতে কান পাতলেই শোনা যায় সেই ‘কারণ’! ২০১৪ সালের ১০ অক্টোবর নির্বাচনের মধ্য দিয়ে বিসিবির দায়িত্ব নিয়েছিল নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বর্তমান কমিটি। বিসিবি পরিচালনায় তিন বছর অতিবাহিত হয়েছে তাদের। আগামী বছর আবারও বিসিবি নির্বাচন। আসন্ন নির্বাচনের ‘বড় শোডাউন’ এ আনন্দ উৎসব!