নিজস্ব প্রতিবেদক : তিন ভুয়া র্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। তাদের কাছ থেকে পিস্তল, গুলি, ২টি হ্যান্ডকাপ, ওয়্যারলেসের চার্জার, র্যাবের ৪টি জ্যাকেট উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশ বুধবার জানায়, গ্রেপ্তারকৃতরা হলো মো: সেলিম, মো: রাসেল ও মো: কামাল ওরফে পিচ্চি কামাল।
মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে বলা হয়, মঙ্গলবার যাত্রাবাড়ী এলাকা থেকে সেলিমকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী বাকিদেরকে সাভার ও কদমতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা গত ৬ অক্টোবর ঢাকা মেট্রো-চ-১৩-৩৯৬০ নম্বরধারী একটি মাইক্রোবাসে করে শান্তিবাগে আরাফাত ট্রেডার্সের সামনে ছিনতাই ও দস্যুতা করতে যায়। শাহজাহানপুর থানা পুলিশের অভিযানকালে তারা মাইক্রোবাসটি ফেলে পালিয়ে যায়। পুলিশ মাইক্রোবাসটি আটক করে। এর মধ্যে র্যাবের পোশাক, হ্যান্ডকাপ ও নিরাপত্তা বাহিনীর বিভিন্ন সরঞ্জাম পওয়া যায়।