নিজস্ব প্রতিবেদক : আগামী ৩ মাসের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন স্থানে আরো ১২টি আধুনিক পাবলিক টয়লেট নির্মাণের আশ্বাস দিয়েছেন মেয়র আনিসুল হক।
বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে ইসলামিয়া চক্ষু হাসপাতালের পাশে পার্কে দৃষ্টিনন্দন মুরালসহ একটি আধুনিক পাবলিক টয়লেটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন।
ডিএনসিসি’র তত্ত্বাবধানে ওয়াটার এইড বাংলাদেশ-এর সহযোগিতায় এবং এইচ এন্ড এম ফাউন্ডেশনের অর্থায়নে মহাখালীর ওয়াসা পাম্পের পাশে ১টি এবং শ্যামলী শিশু পার্কের অভ্যন্তরে আরো ১টি আধুনিক সুযোগ-সুবিধাসম্বলিত টয়লেট একই সঙ্গে চালু হল।
এ নিয়ে ডিএনসিসি’র উদ্যোগে এ পর্যন্ত ৯টি আধুনিক পাবলিক টয়লেট জনসাধারণের ব্যবহারের জন্য চালু করা হল। আরো ১২টি হলে আধুনিক টয়লেটের সংখ্যা দাঁড়াবে ২১টি।
নগরীর গুরুত্বপূর্ণ স্থানে নির্মিত এসব পাবলিক টয়লেটে রয়েছে নারী, পুরুষ ও প্রতিবন্ধীদের জন্য পৃথক কক্ষ, লকার, হাত ধোয়ার জায়গা এবং বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা। পাশাপাশি ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ এবং সিসি ক্যামেরা থাকবে। এছাড়াও পেশাদার পরিচ্ছন্ন কর্মী ও মহিলা কেয়ারটেকার নিয়োজিত থাকবে।
নগরস্বাস্থ্য রক্ষায় যথাযথভাবে পাবলিক টয়লেট ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা এবং ওয়াটার এইড বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির ধারাবাহিকতায় এ টয়লেটগুলো নির্মাণ করা হচ্ছে।
ঢাকা ওয়াসা’র ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মেসবাহুল ইসলাম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাঈদ আনোয়ারুল ইসলাম, গ্রে-অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও কান্ট্রি হেড সৈয়দ গাওসুল আলম শাওন, ওয়াটার এইড বাংলাদেশের দেশীয় প্রতিনিধি ড. মো. খায়রুল ইসলাম, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন তিতু, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাছির, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান, ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফোরকান হোসেন, ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজান, ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজিব ও ডিএনসিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।