তিন সিটিতে নতুন করে নির্বাচনের দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। একই সঙ্গে নতুনভাবে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে দলটি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেরনে দলের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘এই তামাশা ও ভোট ডাকাতির নির্বাচনকে আমরা ঘৃণাভরে প্রত্যাখান করছি এবং অবিলম্বে এই ফলাফল বাতিল করে নতুন নির্বাচন প্রদানের আহবান জানাচ্ছি।’

তিন সিটিতে ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশন ও সরকারের কঠোর সমালোচনা করেন বিএনপির মহাসচিব।

‘এই নির্বাচনে আমাদের কথাই সত্য প্রমাণিত হলো-শেখ হাসিনার অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু ও অবাধ হতে পারে না। প্রমাণিত হলো এই অযোগ্য নির্বাচন কমিশিনের পরিচালনায় কোনো নির্বাচনেই জনগণের রায়ের প্রতিফলন ঘটানো সম্ভব নয়। গাজীপুর ও খুলনার মতো এই তিনটি সিটি করপোরেশনে ভোট চুরি বা কারচুপি নয়, ভোট ডাকাতির মহৌৎসব অনুষ্ঠিত হলো।’

মির্জা ফখরুল বলেন, ‘বিরোধীদলগুলোর প্রতিপক্ষ আওয়ামী লীগ নয়, প্রতিপক্ষ এই অবৈধ সরকারের প্রশাসন এবং অযোগ্য নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন পুলিশের মতোই আওয়ামী লীগের প্রার্থীদের জয়ী করার জন্য নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। নির্বাচন কমিশনের নিজস্ব আইন ভঙ্গ, শত শত অভিযোগে কোনো কর্ণপাত না করে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন গোটা নির্বাচন ব্যবস্থাকে আবারও ধ্বংস করলো।’

সরকার ভোট ডাকাতি করে জাতীয় সংসদের নির্বাচন করতে চায় অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘২০১৪ সালের মতোই একতরফা নির্বাচন করার নীলনকশা করছে। জনগণ তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হতে দিবে না।’

খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনকালীন সময়ে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকার গঠন, স্বাধীন নির্বাচন কমিশন গঠন এবং সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।