তিশা ‘সাধারণ মেয়ে’

বিনোদন ডেস্ক : একটি জেলা শহরে মঞ্চ নাটক করেন মালতী। হঠাৎ করেই তার সুযোগ হয় রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে নির্মিত একটি টেলিভিশন নাটকে অভিনয় করার।

শুটিং করতে গিয়ে মালতী তার জীবনের একটি গল্প ওই নাটকের পরিচালক শ্যামলকে বলেন। শ্যামল বিস্মিত হয়ে লক্ষ্য করেন- রবীন্দ্রনাথের ‘সাধারণ মেয়ে’ কবিতার মালতীর সঙ্গে বর্তমানের এই মালতীর চিন্তা-ভাবনা ও তার জীবনে ঘটে যাওয়া ঘটনার অদ্ভুত সাদৃশ্য রয়েছে। রবীন্দ্রনাথ যেন সব যুগের মালতীদের কথা ভেবে ওই কবিতাটি লিখেছেন। ‘সাধারণ মেয়ে’ শিরোনামের নাটকের গল্পের প্রেক্ষাপট নিয়ে এমনটাই বলেন- পরিচালক নাহিদ আহমেদ পিয়াল।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সাধারণ মেয়ে’ কবিতার অনুপ্রেরণায় নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন পিয়াল। নাটকটির মালতী চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।

এ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আরমান পারভেজ মুরাদ, শামস সুমন, তানভীর, মুনমুন আহমেদ, হারুনুর রশীদ, মাজনুন মিজান প্রমুখ। আগামী ৮ মে রাত ৯টা ৫ মিনিটে এনটিভি-তে প্রচারিত হবে নাটকটি।