মহিনুল ইসলাম সুজন,জেলা ক্রাইমরিপোর্টার নীলফামারীঃঃলালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার তিস্তানদীর টোলে ইয়াবা ও গাজাঁসহ দুই যুবককে আটক করেছেন দোয়ানী ফাড়ির পুলিশ।
জানা যায়,মঙ্গলবার সকাল-১১টার সময়ে ওই দুই যুবক দোয়ানীর তিস্তা টোল অতিক্রম করার সময়ে তাদের গতিবিধি সন্দেহজনক দেখে দোয়ানী ফাড়ির ইনচার্জ সাবইন্সপেক্টর সেলিম রেজা চৌধুরী তাদের দেহ তল্লাশি চালিয়ে নীলফামারীর ডিমলা উপজেলার ছোটখাতা গ্রামের মৃত, আঃ সোবাহানের ছেলে পিন্টু (৩৫) এর কাছে ৪পিচ ইয়াবা ও একই এলাকার মৃত,-আব্বাস আলীর ছেলে সুজন মিয়া (২৫) এর কাছে-১৫০গ্রাম গাজাঁসহ দুই যুবককে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
হাতীবান্ধা থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত দুই যুবকের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাদের জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য ঃএক সময়ের মাদকের নিরাপদ রুট হিসেবে পরিচিত তিস্তা ব্যারেজ টোলের দোয়ানী পুলিশ ফাড়ির সদ্য ইনচার্জ হিসেবে যোগদানকারী সাবইন্সপেক্টর সেলিম রেজা চৌধুরীর নিরলস অক্লান্ত পরিশ্রমে অল্প কিছু দিনেই বেশ কিছু মাদক বিক্রেতা ও সেবীকে মাদকসহ হাতেনাতে আটক করবার ফলে এ রুটে এখন মাদক জিরো টলারেন্সে নেমে এসেছে বলেও বিশ্বস্ত সুত্রে জানা গেছে ।