মহিনুল ইসলাম সুজন,ক্রাইমরিপোর্টার নীলফামারীঃঃলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজের টোলে ১০কেজি দেশীয় চোলাই মদসহ সাগর হোসেন(২১)নামের এক যুবককে আটক করেছেন তিস্তা ফাড়ি পুলিশ।আটককৃত যুবক উক্ত উপজেলার দোয়ানীর পিট্টি পাঠা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
জানা গেছে,মঙ্গলবার বিকালে ওই যুবক দেশীয় চোলাই মদ নিয়ে তিস্তা ব্যারেজের উপড় দিয়ে যাবার সময়ে টোলের দায়িত্বরত এস আই সেলিম রেজা চৌধুরী
তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাসি চালিয়ে দুটি জারিকেন ভর্তি ১০ কেজি চোলাই মদসহ তাকে হাতে-নাতে আটক করতে সক্ষম হন।
হাতীবান্ধা থানার ওসি রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃত যুবকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।