মহিনুল ইসলাম সুজন,জেলা ক্রাইমরিপোর্টার নীলফামারীঃঃলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্হিত দেশে সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় ইয়াবা ও গাজাঁসহ দুই যুবককে আটকের একদিন না পেরুতেই ফের সৈয়দ আলী (২৫)নামের এক যুবককে ইয়াবাসহ আটক করেছে দোয়ানী ফাড়ির পুলিশ।আটককৃত যুবক নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া আদর্শ পাড়া গ্রামের বুলবুল ইসলামের ছেলে।
প্রত্যেক্ষদর্শীরা জানান,বুধবার রাত সাড়ে ১০টার দিকে সৈয়দ আলী ইয়াবা নিয়ে হাতীবান্ধা থেকে ডিমলা যাবার সময়ে ডালিয়া অবসরের সামনে দোয়ানী পুলিশ ফাড়ি ও তিস্তা টোলের ইনচার্জ- সাবইন্সপেক্টর সেলিম রেজা চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে তার দেহ তল্লাশি করে ১০পিচ মরন নেশা ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে ধরতে সক্ষম হন।আটককৃত ওই যুবক দীর্ঘদিন যাবত গোপনে ইয়াবা বিক্রি করে আসছিলেন বলেও জানা গেছে।
হাতীবান্ধা থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।যাহার মামলা নং-৪১।তারিখ-৩১/৮/২০১৬ইং।আগামী
উল্লেখ না করলেই নয় যে,মঙ্গলবারেও তিস্তার টোলে ইয়াবা ও গাজাসহ দুই যুবককে আটক করেন দোয়ানী পুলিশ ফাড়ির পুলিশ।
এক সময়ের মাদক ও চোরাকারবারির নিরাপদ রুট হিসেবে পরিচিত তিস্তা ব্যারেজ এলাকার দোয়ানী পুলিশ ফাড়ির ইনচার্জ হিসেবে সদ্য যোগদানকারী সাবইন্সপেক্টর সেলিম রেজার রাত-দিন অক্লান্ত পরিশ্রমে এবং তার হাতেই একের পর এক মাদক বিক্রেতা, সেবক,পাচারকারী গ্রেফতার হওয়ার ফলে এ রুটে এখন মাদক ও চোরাকারবারি জিরো টলারেন্সে নেমে আসতে বাধ্য হয়েছে।