তীব্র নিন্দা জ্ঞাপন ও মামলা প্রত্যাহারের দাবি: জাহিদের বিরুদ্ধে মিথ্যা মামলা !

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীর ডিমলায় দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি জাহেদুল ইসলাম জাহিদের বিরুদ্ধে অপর এক অপসাংবাদিকের ক্যামেরা ও মোবাইল ফোন ছিনতাইয়ের মামলা দায়ের হয়েছে।
গত বুধবার রাতে মামলাটি দায়ের করেন রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকার ডিমলা প্রতিনিধির পরিচয় দানকারী ব্যক্তি জাহিদুল ইসলাম জাহিদ। উক্ত জাহিদ ডিমলা সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে।
ওই মামলা দায়ের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বৃহস্পতিবার দুপুরে ডিমলা প্রেসক্লাবে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মিথ্যা ওই মামলা প্রত্যাহারের দাবি জানান স্থানীয় সকল সাংবাদিকরা।
মামলার বাদি থানায় লিখিত অভিযোগে বলেন, গত ২৮ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মতির বাজারের অদুরে কুমলাই নদী থেকে অবৈধ বোমা মেশিন দিয়ে পাথর বালি উত্তোলনের খবর সংগ্রহ করতে গেলে ওই কাজেরসাথে জড়িত মধ্য গয়াবাড়ি গ্রামের সোহরাব আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৮) ও এমাজ উদ্দীনের ছেলে সামসুদ্দিন (৩২) তার হাতে থাকা স্থির চিত্র ধারণের ক্যামেরা ও মোবাইল ফোনে ছিনিয়ে নেয়। এঘটনার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে যুগান্তরের প্রতিনিধি জাহেদুল ইসলাম জাহিদকে,যা আসলে ভিত্তিহীন ও নাটকীয়।
এব্যাপারে যুগান্তরের ডিমলা উপজেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহেদ বলেন,‘মামলার বাদি সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের জাহিদ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তিনি সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে সুবিধা আদায় করেন। তার নামের সাথে আমার নামের মিল থাকায় গত ২৮ এপ্রিল পাথর বালি উত্তোলনের ওই স্থানে গিয়ে তিনি দৈনিক যুগান্তরের প্রতিনিধি পরিচয় দিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন।এবং এর পুর্বেও সে ডিমলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে নিজেকে যুগান্তর প্রতিনিধি পরিচয় দেবার সত্যতা মেলায় এ ঘটনায় আমি সেদিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। কিন্তু আমার অভিযোগ আমলে না নিয়ে ডিমলা থানা পুলিশ উল্টো অভিযুক্ত জাহিদকে দিয়ে আমার বিরুদ্ধে উদ্যেশ্য প্রনোদীত ভাবে মামলা দায়ের করিয়েছেন। তবে আমি যুগান্তর পত্রিকায় উপজেলায় অবৈধ পাথর বালি উত্তোলন ও বিভিন্ন সময় উপযুক্ত তথ্য সহ উপজেলার নানান অপরাধ সংক্রান্ত একাধিক রির্পোট করেছি। এতে একটি মহলের স্বার্থ হানি ঘটায় আমার বিরুদ্ধে ষরযন্ত্রমুলক ভুয়া ওই মামলা দিয়েছেন।
ডিমলা প্রেস ক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন বলেন, উপজেলায় কিছু কথিত চাঁদাবাজ সাংবাদিক নামের পেশাকে কুলষিত করছে।ডিমলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি তার নাম ও পত্রিকার নাম ব্যবহার করে এক ব্যক্তি চাদাবাজী করছেন মর্মে আগাম অভিযোগ করবার পরও ডিমলা থানা পুলিশ ওই অভিযোগটি তদন্ত না করে উল্টো ভিত্তিহীন একটি মামলা রেকর্ড করেছেন।যেখানে সাংবাদিককে নির্দেশদাতা হিসেবে আসামী করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে প্রেনক্লাবে সাংবাদিকদের এক সভায় আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি।
এব্যাপারে ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন দায়সারা ভাবে বলেন,‘সাংবাদিক সাংবাদিকের বিরুদ্ধে মামলা দিয়েছে আমি সেটি রেকর্ড করেছি।তবে তিনি যুগান্তর প্রতিনিধির মামলাটি আগে দিলেও রেকর্ড না হবার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজী হননি।