তীব্র শীতে মানবেতর জীবনযাপন বেঁদে পল্লীর বাসিন্দাদের

রাজবাড়ীর পাংশা আজিজ সরদার বাসস্ট্যান্ডের অদূরে অবস্থিত অস্থায়ী বেঁদে পল্লীর অন্তত ১০টি পরিবার বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। আর্থিক অভাব ও দারিদ্র্যের কারণে গরম কাপড়ের অভাব, তীব্র শীত ও শীতকালীন রোগে আক্রান্ত হচ্ছে তারা।

বেঁদে পল্লীর বাসিন্দা সীমা বেগম বলেন, “আমরা দিন আনা দিন খেয়ে বাঁচি। তীব্র শীতে সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হয় আমার পুরো পরিবার। আমাদের আর কেউ নেই; আল্লাহ ছাড়া কেউ সাহায্য করে না। ছোট তাঁবুর নিচে দুই সন্তান ও স্বামীকে নিয়ে জীবনযাপন করছি। কেউ যদি একটু গরম কাপড় এনে দেয়, সেই অপেক্ষাতেই সারাদিন কাটে।”

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে সরজমিনে পল্লীতে গিয়ে দেখা গেছে, মাটির ওপর মাত্র ৫–৬ ফুটের ছোট তাঁবুতে চার থেকে পাঁচজন পরিবার সদস্য বসবাস করছেন। ঘন কুয়াশা ও তীব্র শীতে দিনরাত কর্মহীন হয়ে পড়া এসব মানুষ অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন।

বেঁদে পল্লীর আরেক বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, “গত সপ্তাহে শীত কম ছিল, তবে কয়েকদিন ধরে প্রচণ্ড ঠাণ্ডা ও শীতল বাতাস বইছে। জীবিকা নির্বাহের জন্য বের হলে সর্দি-কাশি হচ্ছে। তবু সন্তান ও স্ত্রীর জন্য পেটের তাগিদে বাইরে যেতে হচ্ছে। আমাদের মতো গরীব মানুষ দিনে আনা দিনে খায়। কাজ না থাকলে পুরো পরিবার কর্মহীন হয়ে পড়ে।”

স্থানীয় প্রশাসন জানায়, বেঁদে পল্লীর মানুষের এই দুরবস্থা বিবেচনা করে দ্রুত সহায়তার উদ্যোগ নেওয়া হবে।