তীরে এসে তরী ডুবেছে বাংলাদেশের

টানটান উত্তেজনা। ক্রিকেট বিশ্বে নতুন দ্বৈরথে রূপ নেয়া ভারত-বাংলাদেশ লড়াই। তবে শেষমেশ শক্তিশালী প্রতিবেশিদের বিপক্ষে জয়ের আশা জাগিয়েও তীরে এসে তরী ডুবেছে বাংলাদেশের। সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৫ রানের স্বস্তির জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল ভারত। শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ২০ রানের। আর্শদীপের প্রথম বলে সিঙ্গেল নিয়ে সোহানকে স্ট্রাইক দেন তাসকিন। দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়ে ম্যাচটা আরও জমিয়ে দেন উইকেটকিপার ব্যাটার। ম্যাচ টাই করতে শেষ বলে প্রয়োজন ছিল ছয় রান। কিন্তু আর্শদিপ সিংয়ের ইয়র্কার লেংথের ডেলিভারিতে নুরুল হাসান সোহান নিতে পারেন কেবল সিঙ্গেল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাঁচ রানে হেরেছে বাংলাদেশ।

যদিও বুধবার (২ নভেম্বর) অ্যাডিলেইডে ভারতের দেয়া ১৮৫ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। চলতি বছর ওপেনিংয়ে সর্বোচ্চ সংগ্রহ এসেছিল আজ।

এছাড়া ২১ বলে লিটনের ঝোড়ো ফিফটিতে জয়ের দিকেই এগোচ্ছিল বাংলাদেশ। তার ব্যাটে ভর করেই বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬৬ রান।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৬ ওভারে ১৫১ রানের টার্গেট পায় বাংলাদেশ। অর্থাৎ বাকি ৯ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৮৫ রান। এমন লক্ষ্যে খেলতে নেমে মোমেন্টাম ধরে রাখতে পারেনি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে হাতের নাগালে থাকা জয়টা হাত ফসকে বের হয়ে গেছে। যদিও শেষদিকে ব্যথিত সমর্থকদের আবারও আশা জাগিয়েছিলেন সোহান। তবে ঘুরেফিরে সেই পুরনো গল্পই চিত্রিত হলো অ্যাডিলেডে।

সেই সঙ্গে বাংলাদেশের সেমিফাইনালের আশাও কার্যত ভেস্তে গেছে। তবে কাগজে-কলমে এখনো কিছুটা টিকে আছে আশা।

বৃষ্টির পর খেলতে নেমে লিটনের আউটের পরই ম্যাচ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। অশ্বিনের বলে স্কয়ার লেগে খেলেছিলেন শান্ত। সিঙ্গেল নেয়ার পর ডাবলসের জন্য কল দেন। লিটন সাড়া দিয়েছিলেন তাতে, মাঝপথে অবশ্য একটু খেই হারিয়ে ফেলেছিলেন। লোকেশ রাহুলের থ্রো সরাসরি ভেঙেছে নন স্ট্রাইক প্রান্তের স্টাম্প। লিটন সাজঘরে ফেরেন ২৭ বলে ৬০ রান করে।

এরপর একে একে শান্ত, আফিফ, সাকিব ও ইয়াসিরদের ব্যর্থতায় হতাশা কেবল বেড়েছে বাংলাদেশের। তবে বাংলাদেশের ছন্দ হারিয়ে ফেলার পেছনে বড় কারণ বৃষ্টি। টার্গেট তাড়া করতে নেমে ঝোড়ো শুরুর পর বৃষ্টিবাধা না আসলে ম্যাচের ফল হয়তো অন্যরকমও হতে পারতো।

টস হেরে ব্যাট করতে নেমে টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ভারতের এটি সর্বোচ্চ সংগ্রহ। ভারতকে বড় সংগ্রহের পথে এগিয়ে নিয়ে যাওয়ার বড় কৃতিত্ব কোহলির ৪৪ বলে ৬৪ রানের ইনিংসের। মাঝে সূর্যকুমারের ১৬ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংসে দারুণ মোমেন্টাম পায় ভারত। তবে বাংলাদেশ ফিরে আসে আবার। দীনেশ কার্তিক ঠিক ফিনিশ করতে পারেননি, তবে শেষদিকে রবিচন্দ্রন অশ্বিন খেলেছেন ৬ বলে ১৩ রানের ক্যামিও। এ বিশ্বকাপে এত রান তাড়া করে এখন পর্যন্ত জেতেনি কোনো দল। আজও জিতল না।