‘তুই কি আমার হবি রে’ গানটি এখন ছয় কোটির মাইলফলকে

বিনোদন ডেস্কঃ বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও মিষ্টি গায়িকা কনা। একে একে শ্রোতাদের উপহার দিয়েছেন অসংখ্য সুন্দর গান। এক সাথে তাদের গানগুলো যেন সবার মনেই গভীরভাবে যায়গা করে নিয়েছে। সম্প্রতি তাদের গাওয়া ‘তুই কি আমার হবি রে’ গানটি ইউটিউবে ছয় কোটিরও বেশিবার দেখা হয়েছে।

‘বিশ্বসুন্দরী’ নামক সিনেমায় এ গানটি ব্যবহার করা হয়েছে। সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে বুধবার বিকেল পর্যন্ত গানটির ভিউ পাঁচ কোটি পেরিয়ে গেছে। আরেকটি চ্যানেল জাজ মাল্টিমিডিয়াতেও গানটির দর্শক ভিউ কোটি ছাড়িয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন অভিনেতা সিয়াম আহমেদ ও পরীমনি।

এর আগে ২০১৯ সালে ৫ ডিসেম্বর ইউটিউবে গানটি প্রকাশ করা হয়। কবির বকুলের লেখা গানটির সুর করেছেন ইমরান মাহমুদুল। প্রকাশের পরপরই গানটি আলোচনায় আসে। ১১ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর গানটির জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায়।

দর্শক-শ্রোতাদের কাছে গানটি পছন্দ হওয়াতে খুশি সিনেমার পরিচালক চয়নিকা চৌধুরী। তিনি বলেন, ‘এটি আমার প্রথম ছবি। আর প্রথম সিনেমার গানই দর্শক-শ্রোতা দারুণ পছন্দ করেছেন আমি ধন্য। স্বপ্ন ছিল, মুক্তির আগেই সিনেমাটির গান মানুষের মুখে মুখে ফিরবে। সেই স্বপ্ন পূরণ হয়েছে’।

গানটির সংগীত পরিচালক ও গায়ক ইমরান মাহমুদুল বলেন, ‘অনেক গানই আছে অনেক ভিউ হয় কিন্তু শুনতে খুব একটা মধুর লাগে না। তবে এই গান দর্শক ভিউয়ের সঙ্গে সঙ্গে দর্শক-শ্রোতাদের হৃদয়ও ছুঁয়েছে। স্টেজেও গানটির প্রচুর চাহিদা।’
সিনেমায় গানটিতে ঠোঁট মিলিয়েছেন সিয়াম আহমেদ ও পরীমনি।

শুরু থেকেই গানটির প্রতি ভালো লাগা অব্যাহত থাকায় দর্শক-শ্রোতাদের ধন্যবাদ জানান সিয়াম আহমেদ। তিনি বলেন, ‘চলচ্চিত্রের একটি গান এত মানুষ শুনছেন, দেখছেন; আমার কাছে এটি খুবই ভালো অনুভূতি। আমি যখন শুটিংয়ে বা বেড়াতে ঢাকার বাইরে যাই, গানটির প্রশংসা শুনি। এবার সাজেকে গিয়েছিলাম, সেখানেও গানটি বাজতে শুনেছি’।

এই গানের নৃত্য পরিচালনায় ছিলেন সুমন রহমান। ছবিতে আরও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মুনিরা মিঠু, আনন্দ খালেদ প্রমুখ।