তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষে দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দিতে তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তিন জন।

নিহতরা হলেন- বাবুল আহমদ ও মাসুক মিয়া।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বরইকান্দি ৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ আব্দুল ওয়াহাব দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, কথাকাটির জের ধরে সোমবার রাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি পক্ষ। সেই জের ধরে মঙ্গলবার সকালে ফের সংঘর্ষ হয়। এতে দুজন নিহত ও তিনজন আহত হয়েছে।

বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।