তুমি ফিরে এসেছ বলে এ ভূবন হয়েছে খুশি তাই আমিও খুশি-ভ্যান চালক জাহিদ

রবিউল ইসলাম, টঙ্গী
রানী এলিজাবেথের ৬১তম জন্ম দিনে তুমি ফিরে এসেছ বলে এ ভূবন হয়েছে খুশি তাই আমিও খুশি একথা বলেন ভ্যান চালক মো. জাহিদুল ইসলাম। আজ মঙ্গলবার বিকাল ৩টায় গাজীপুরের টঙ্গী বৌ বাজার ৪৫নং ওয়ার্ড এলাকার যুবলীগ নেতা রাসেল গাজীর বাড়ির ভাড়াটিয়া জহিদ রানী এলিজাবেথ ডায়নার জন্ম দিন পালন করেন।
মঙ্গলবার বিকেলে গরীর এতিম ও বিভিন্ন পেশার মেহমানদের উপস্থিতিতে ১০পাউন্ডের একটি কেক কেটে প্রিন্সেস শার্লট এলিজাবেথ ডায়নার জন্মদিন পালন করেন। সে ১৯৯৮ সাল থেকে প্রিন্সেস ডায়নার জন্মদিন পালন করে আসছেন। কিন্তু ২০১৫ সালে প্রিন্সেস শার্লট এলিজাবেথ ডায়না পৃথিবীতে আসার পর তার জন্মকে স্বাগত জানায় এবং তার মাঝেই প্রিন্সেস ডায়নাকে খুজে পায়। জাহিদ মনে করে প্রিন্সেস শার্লট এলিজাবেথ ডায়নার পূনঃ আবির্ভাব প্রিন্সেস ডায়না। তাই সে মনের আনন্দে তুমি ফিরে এসেছ বলে এ ভূবন হয়েছে খুশি তাই আমিও খুশি এ উক্তিটি করেন। রাজ পরিবারে নতুন অতিথির আগমন ঘটে তখন তার মধ্যে ধারনার জন্ম নেয় এই সন্তানের মাধ্যমে প্রিন্সেস ডায়না রাজ পরিবারে ফিরে এসেছে। প্রিন্সেস শার্লট এলিজাবেথ ডায়নার জন্মকে স্বাগত জানানোর জন্য ২০১৫ সালের মে মাসে তিনি ২১হাজার টাকা দিয়ে একটি হীরের আংটি কিনে পাঠানোর ব্যবস্থা করেন। ভাগ্যের নির্মম পরিহাসে তা ফেরত আসে। এখনও তার ভালোবাসার কোন কমতি ঘটেনি। এবারও প্রিন্সেস শার্লট এর জন্মদিন উপলক্ষে এলাকার গরীব, দুঃখীসহ বিভিন্ন পেশার মানুষদের দাওয়াত করে কেক কাটেন সে।
জাহিদ প্রিন্সেস শার্লট এলিজাবেথ ডায়নার সুস্থ্য, সুন্দর, দীর্ঘায়ু ও তোমার  দাদুর আদর্শে বড় হও এবং দাদুর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্যই তুমি যথেষ্ট এই শুভ কামনা করেন।