তুরস্কের মধ্যাঞ্চলীয় প্রদেশ কায়সেরিতে গাড়িবোমা বিস্ফোরণে নিহত

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের মধ্যাঞ্চলীয় প্রদেশ কায়সেরিতে গাড়িবোমা বিস্ফোরণে নিহত হয়েছেন কয়েকজন।

ছুটিতে থাকা সেনাদের বহনকারী একটি বাসের পাশে গাড়িবোমা বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে।

তুরস্কের দোগান নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।

ইস্তাম্বুলে কুর্দিযোদ্ধাদের হামলায় ৪৪ জন নিহতের এক সপ্তাহের মাথায় শনিবার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটল। বিস্ফোরণে বাসটিতে আগুন ধরে যায় এবং বাসের অংশবিশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকতে যায়।

২০১৬ সালে তুরস্কে অনেক হামলা হয়েছে। কুর্দিযোদ্ধা ও জিহাদিরা অধিকাংশ হামলার দায় স্বীকার করেছে।

তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের কার্যালয় বিস্ফোরণের খবর প্রকাশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে। জনমনে ভয়, আতঙ্গ ও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে- এমন কোনো খবর প্রকাশ থেকে বিরত থাকার নির্দেশনা হয়। এতে বলা হয়, এ ধরনের খবরে সন্ত্রাসীদের উদ্দেশ হাসিল হবে।