তুরস্কে বিষাক্ত মদপানে ২৫ জনের মৃত্যু

চলতি সপ্তাহে তুরস্কে অবৈধ চোলাই মদ খেয়ে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের খবর বলছে, উচ্চ করের কারণে এই মদের উৎপাদন বেড়ে গেছে।

আল-আরাবিয়াহ জানিয়েছে, তুর্কিশ প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ক্ষমতাসীন দল সাংস্কৃতিকভাবে ইসলামকে অনুসরণ করায় তারা মদ পানকে অনুমোদন করে না।

অ্যালকোহলকে নিরুৎসাহিত করতে অব্যাহত কর বাড়িয়ে দেওয়ার কারণে ভেজাল মদের উৎপাদন বাড়িয়ে দেওয়া হয়েছে।

লোকজন এসব বিষাক্ত পানীয় খেয়ে মৃত্যুর মুখোমুখি হচ্ছেন। এ সপ্তাহে সাতজনের মৃত্যু হয়েছে ইস্তানবুলে। দেশটির সুপার মার্কেটে এক লিটার রাকি ব্র্যান্ডের মদের বোতলের দাম ২৫০ লিরা।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই ঘটনার পরে ৩৪২টি স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ৩০ হাজার লিটারের বেশি বিষাক্ত ও নকল মদ জব্দ করেছে তারা।

কখনো কখনো মদের সঙ্গে মিথানল মিশিয়ে দেওয়া হয়। এর ফলে এটি বেশি বিষাক্ত হয়ে পড়ে। এই মিথানল হচ্ছে স্পিরিটের সবচেয়ে অশোধিত পর্যায়, যা বিভিন্ন কারখানায় ব্যবহৃত হয়।