তুরাগে তিন সন্তানকে শ্বাসরোধে হত্যার পর মার আত্মহনন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তুরাগ থানা এলাকায় এক মা তার তিন সন্তানকে শ্বাসরোধে হত্যার পর নিজে ফাঁস দিয়ে আত্মহনন করেছেন।

নিহতরা হলেন- শান্তা (১৩), শেফা (৮), আট মাসের শিশু সাদ ও তাদের মা রেহানা (৩৮)।

বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, জমিসংক্রান্ত বিরোধ আর পরিবারে আর্থিক অভাব-অনটন থাকায় মা রেহানা এমন কাজ বেছে নিয়েছেন।

পুলিশের দাবি, রেহানা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তার স্বজনদের বিভিন্ন কথায় সেসব বিষয় উঠে এসেছে।

নিহতের স্বামী মো. মোস্তফা কামাল জানান, তিনি ইফতার করে বাসা থেকে বের হন। এরপর রাতে যখন বাসায় ফেরেন তখন দেখেন তার স্ত্রী ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলে আছেন। এছাড়া তিন সন্তানের নিথর দহে বিছানায় শোয়ানো। এর মধ্যে দুই মেয়ের দুই পা দড়ি দিয়ে বাঁধা ছিল।

রেহানার বড়ভাই মাহবুব আলম জানান, দম্পতি হিসেবে কামল-রেহানা অনেক ভাল। কিন্তু কামালের মা, ভাই-বোন তাদের সম্পত্তি দখলের জন্য দীর্ঘদিন ধরে অত্যাচার করছিল। এ কারণে হয়তো রেহানা আত্মহত্যা করেছে।

তিন দিন আগে বাজার দিতে এসেছিলাম। তখন তাদের ঘরে কিছুই ছিল না। শুধু লাউ পাতা দিয়ে শাক রান্না করছিল রেহানা। এ অবস্থা দেখে আমি বাজার করে দিয়ে যাই। যাওয়ার সময় রেহানা বলেছিল, ‘ভাই তুই এখানে আসিস না, মইরা যাইবি।’

তিনি বলেন, যে বাড়িতে তারা থাকে সে বাড়ি কামাল বানিয়েছে। পরে তার মা, বোন ও মেঝভাই এই বাড়িটি দখলের জন্য উঠেপড়ে লাগে। তারা এই বাড়িতে বসবাস শুরু করে। এমনকি বাড়ি ভাড়া বাবদ যে টাকা উঠত সেখান থেকে কোনো অংশ কামালকে দেওয়া হতো না।

এছাড়া সম্প্রতি কামালের মা, ভাই-বোন ১২ লাখ টাকায় একটি জমি বিক্রি করলেও এর থেকে কোনো অংশ তাদের দেওয়া হয়নি বলে জানান মাহবুব আলম।

তুরাগ থানার ওসি মাহবুবে খোদা বলেন, লাশগুলোয় গলার দাগ দেখে মনে হচ্ছে সন্তানদের হত্যার পর মা আত্মহত্যা করেছেন। তবে হত্যার মোটিভ জানতে লাশগুলোকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আত্মহত্যার কারণ হিসেবে মাহবুব বলেন, জমিসংক্রান্ত বিরোধ ও সংসারে অভাব-অনটন- এই দুই জায়গা থেকে রেহানা হয়তো অশান্তিতে ছিলেন, মানসিবভাবে বিপর্যস্ত ছিলেন। এ কারণে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে আমাদের ধারণা।

উত্তরা বিভাগের অতিরিক্ত কমিশনার (এডিসি) শাহেন শাহ মাহমুদ জানান, হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে হচ্ছে তিন সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

এ ঘটনায় এখনো তুরাগ থানায় কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানান ওসি মাহবুব।