তুরাগে পুলিশ ও ক্যাডার বাহিনী দিয়ে জমি দখল

এস,এম মনির হোসেন জীবন : রাজধানীর তুরাগের চন্ডাল ভোগ গ্রামে পুলিশী পাহারায় ভাড়াটিয়া ক্যাডার বাহিনী দিয়ে জোর পূর্বক ভাবে জমি দখলের পর অত:পর টঙ্গী ও উত্তরা এলাকার বেশ কিছু সন্ত্রাসী দল বেঁধে সেখানে অস্ত্রের মহড়া দিয়েছে। এতে করে এলাকার সাধারণ মানুষ ও বাসিন্দাররা সন্ত্রাসীদের ভয়ে অনেকটা আতংকিত হয়ে পড়েছে।
গতকাল শনিবার দুপুরে তুরাগের চন্ডাল ভোগ গ্রামে সফর আলীর বাড়ির পাশে এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসি,পুলিশ ও ভুক্তভোগীরা জানান, তুরাগের চন্ডাল ভোগ গ্রামের হাবিবুর রহমান গং প্রায় আড়াই কোটি টাকা মূল্যের প্রায় ১০ কাঠা জমি জোর পূর্বক ভাবে জবর দখল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এবিষয়ে ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত জমির মালিকরা প্রতিকার চেয়ে ঘটনার দিন সকালে তুরাগ থানার একটি লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরী করতে থানায় গেলে পুলিশ তাদেরকে মামলা কিংবা জিডি না দিয়ে উল্টো জমির মালিকদের তাড়িয়ে দিয়েছেন। একটি প্রভাবশালী কুচক্রি মহল পেশী শক্তি খাটিয়ে হাবিবুর রহমান গংদের স্বাক্ষর জাল-জালিয়াতি করে জমি অন্যায় ভাবে দখল করে সেখানে জনগনের রাস্তা বন্ধ করে দিয়ে বাউন্ডারী নির্মান ও টিনসেট ঘর তৈরী করেছেন। এনিয়ে হাবিবুর রহমান গং ও হাসিনা বেগম গংদের তথা স্থানীয় দুগ্রুপের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। জমি জবর দখলের ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় যে কোন সময় একটি বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে বলে এলাকাবাসি,সচেতন মহল ও সাধারণ মানুষ আশংকা করছেন।
অভিযোগে জানা গেছে, জমি জবর দখল করার সময় তুরাগ থানার এএসআই অধীন সহ একদল পুলিশ স্থানীয় ক্যাডার বাহিনীকে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন বলে অভিযোগ উঠেছে। হাবিবুর রহমান গংরা তুরাগ থানায় গেলে পুলিশ তাদেরকে মামলা কিংবা জিডি না দিয়ে উল্টো জমির মালিকদের তাড়িয়ে দিয়েছেন।
পরে তুরাগ থানার এএসআই অধীন,পুলিশ কনস্টেবল আলীম ও আনসার সদস্য মাহাবুব জমি দখল করার সময় ক্যাডার বাহিনীর প্রায় ৩০ থেকে ৩৫জন সদস্যদেরকে সহযোগিতা করেছেন। নির্মান কাজে হাসিনা বেগম গংদের পক্ষে জমি দখলের সময় তাদেরকে সহযোগিতা করছেন বিমানবন্দর থানার এসআই শাহেদ পারভেজ। অন্য দিকে এসআই শাহেদ পারভেজ এর বড় ভাই আলী মো: রাশেদ । বর্তমানে আলী মো: রাশেদ কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচড় থানার ওসি (তদন্ত) হিসেবে কর্মরত আছেন।
এবিষয়ে জানতে তুরাগ থানার এএসআই অধীন এর সাথে যোগাযোগ করা হলে সে এ প্রতিবেদককে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানার ওসি স্যার আমাকে সেখানে পাঠিয়েছেন। তাই আমি সেখানে পুলিশ নিয়ে গিয়েছিলাম।
এব্যাপারে এলাকাবাসি,সচেতন মহল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক,র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ,ডিএমপি’র পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া ও উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জয়দেব কুমার ভদ্র সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।