ঢাকা: তুরাগ থানার একাধিক মানব পাচার মামলার আসামি শাহিন হোসেন বাচ্চু (৪৬)’কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১ এর একটি দল রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব জানায়, শাহিন হোসেন বাচ্চু দীর্ঘদিন ধরে মানব পাচারের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে তুরাগ থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


