তুরাগে সেনা অভিযানে রাইফেল–পিস্তলসহ অস্ত্র ও গুলির মজুদ উদ্ধার

ঢাকা, ২১ নভেম্বর ২০২৫ (শুক্রবার): রাজধানীর তুরাগ থানাধীন বেড়িবাঁধ এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে তিনটি রাইফেল, একটি দেশীয় পিস্তল ও পাঁচ রাউন্ড শর্টগান কার্টিজ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ দিয়াবাড়ি সেনা ক্যাম্পের সদস্যরা।

সেনা সূত্র জানায়, রাত আনুমানিক ৩টার দিকে পরিচালিত অভিযানে ০৩টি .303 রাইফেল, ০১টি দেশীয় পিস্তল এবং ০৫ রাউন্ড শর্টগান কার্টিজ উদ্ধার করা হয়। পাওয়া তথ্য অনুযায়ী, আসন্ন নির্বাচনকে ঘিরে অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যে এবং নাশকতার কাজে ব্যবহারের জন্য অস্ত্রগুলো পরিবহন করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

অস্ত্র সরবরাহচক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে।

জননিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনী জানায়, এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কিত যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানানোর আহ্বান জানানো হয়েছে।