তুরাগ থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ঢাকা, ২৬ ডিসেম্বর ২০২৫: রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আকতার হোসেনকে গ্রেফতার করেছে ডিএমপির তুরাগ থানা পুলিশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ০৭ : ৩০ ঘটিকায় তুরাগ থানা এলাকার বাউনিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

তুরাগ থানা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তুরাগ থানা এলাকার বাউনিয়া বাজার থেকে তুরাগ থানার মামলা নং-০৩(২)২০১১ এবং দায়রা মামলা নং-৩৪২৬/১১ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আকতার হোসেনকে গ্রেফতার করে থানার চৌকস একটি টিম। গ্রেফতারকৃত মো. আকতার হোসেন গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।