তুরাগ থানা পুলিশ ভুক্তভোগীদের মামলা ও জিডি নেয়নি তুরাগে পুলিশী পাহারায় সন্ত্রাসী বাহিনী দিয়ে জোরপূর্বক জমি জবর দখলের অভিযোগ

এস,এম মনির হোসেন জীবন : রাজধানীর তুরাগের হরিরামপুর ইউনিয়ন পরিষদ ৫ নম্বর ওয়ার্ডের চন্ডাল ভোগ গ্রামে পুলিশী পাহারায় একদল ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে বৈধ জমির মালিকানা দাবীধার জৈনক হাবিবুর রহমান গংদের আড়াই কোটি টাকা মূল্যের প্রায় ১০ কাঠা জমি জোর পূর্বক ভাবে জবর দখল করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উক্ত পরিমান জমি জবর দখল করার সময় তুরাগ থানার এএসআই অধীন সহ একদল পুলিশ স্থানীয় ক্যাডার বাহিনীকে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন বলে অভিযোগ উঠেছে। এবিষয়ে ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত জমির মালিকরা প্রতিকার চেয়ে তুরাগ থানার একটি লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরী করতে থানায় গেলে পুলিশ তাদেরকে মামলা কিংবা জিডি না দিয়ে উল্টো জমির মালিকদের তাড়িয়ে দিয়েছেন। একটি কুচক্রি প্রভাবশালী মহল পেশি শক্তি খাটিয়ে বৈধ জমির মালিক হাবিবুর রহমান গংদের স্বাক্ষর জাল-জালিয়াতি করে জমি অন্যায় ভাবে দখল করে সেখানে জনগনের রাস্তা বন্ধ করে দিয়ে বাউন্ডারী নির্মান ও টিনসেট ঘর তৈরীকে কেন্দ্র করেছেন। এনিয়ে হাবিবুর রহমান গং ও হাসিনা বেগম গংদের তথা স্থানীয় দুগ্রুপের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। জমি জবর দখলের ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় যে কোন সময় একটি বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে বলে এলাকাবাসি,সচেতন মহল ও সাধারণ মানুষ ধারনা করছে।
বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার সকালে ও তুরাগের চন্ডাল ভোগ গ্রামে এঘটনাটি ঘটে।
অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তুরাগের হরিরামপুর ইউনিয়ন পরিষদ ৫ নম্বর ওয়ার্ডের চন্ডাল ভোগ গ্রামে হাবিবুর রহমান গংদের সম্প্রতি আদালতের রায় পাওয়া ১০ কাঠা জমিতে অন্যায় ভাবে ও জোর পূর্বক ক্যাডার বাহিনী দিয়ে জমি দখল করতে যায় হাসিনা বেগম গংরা। তখন খবর পেয়ে হাবিবুর রহমান গংরা তাদের লোকজন নিয়ে জমিতে যায় এবং প্রতিপক্ষ হাসিনা বেগম গংদের জমি জবর দখল না করতে বাধা প্রধান করে। এনিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে তর্কবিতর্ক বাধে। পরে বাধ্য হয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হাবিবুর রহমান গংরা আব্বাস আলী,আবুল হোসেন ও মোতাহার হোসেন সহ তার সহযোগিতা তুরাগ থানায় গিয়ে ঘটঁনাটি পুলিশকে জানায়। তখন থানার ওসি (তদন্ত) মো: দুলাল হোসেনকে বিষয়টি অবহিত করলে সে হাবিবুর রহমান গংদের লোকজনকে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুল মোত্তাকিন এর কক্ষে নিয়ে যায় । ওসি জমি দখলের ঘটনাটি শুনার পর অভিযোগ কোন ধরনের ব্যবস্থা গ্রহন না করে তাদেরকে থানা থেকে চলে যেতে বলেন। এবিষয়ে কোন ডিজি কিংবা মামলা থানায় গ্রহন করা হবেনা। আমার থানার এএসআই অধীর এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলের গিয়েছে। পরে তুরাগ থানার এএসআই অধীন,পুলিশ কনস্টেবল আলীম ও আনসার সদস্য মাহাবুব জমি দখল করার সময় ক্যাডার বাহিনীর প্রায় ৩০ থেকে ৩৫জন সদস্যদেরকে সহযোগিতা করেছেন। এছাড়া ভাড়াটিয়া ক্যাডার জাকির মুন্সী, আব্দুল কাদির, শহিদ, শুভ, খুরশিদ, বাবু, হিমেল, শাহেদ পারভেজ, হায়দার পারভেজ সহ অন্যান্যরা অংশ নেয়। পরে তুরাগ থানা পুলিশের সহযোগিতায় হাসিনা বেগম গংরা ভাড়াটিয়া ক্যাডার বাহিনী দিয়ে ১০ কাঠা জমি জবর দখল করে নিয়ে সেখানে বাউন্ডারী দেয়াল,ও টিন দিয়ে একটি ঘর তৈরী করেন।
গতকাল শুক্রবার সকালে উক্ত জবর দখলকারী জমিতে আবার নতুন করে জনগনের রাস্তা বন্ধ করে দিয়ে সেখানে পিলার দিয়ে উচুঁ করে ঘর নির্মান করছে হাসিনা বেগম গংরা। নির্মান কাজে হাসিনা বেগম গংদের পক্ষে তাদেরকে সহযোগিতা করছেন বিমানবন্দর থানার এসআই শাহেদ পারভেজ। অন্য দিকে এসআই শাহেদ পারভেজ এর বড় ভাই আলী মো: রাশেদ কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচড় থানার ওসি (তদন্ত)।
খোঁজ নিয়ে জানা যায়,ঢাকা জেলার মিরপুর থানা উত্তরা হালে-তুরাগ থানা,ঢাকা কালেক্টরী তৌজিভুক্ত সাবেক ২০৯ নম্বর হালে ১১ নম্বর মৌজার চন্ডাল ভোগস্থিত সাবেক সিএস ৩৮ খতিয়ান দাগ নম্বর ৯৮ ও ৯৯। জমির পরিমান ৬২ শতাংশ ও ৫ শতাংশ। এসএ ৪১ নম্বর খতিয়ানে দাগ নম্বর ৯৮ ও ৯৯ আরএস ১৮ নম্বর খতিয়ান দাগ নম্বর ৭৪ জমির পরিমান ৩২ শতাংশ,আরএস ৬২ খতিয়ান দাগ নম্বর ৭৩ পরিমান ৩৭ শতাংশ। আরএস ৭৪ দাগে ৩২ শতাংশ জমি আছে। এছাড়া ৯৯ দাগে ৫ শতাংশ ও ৯৮ দাগে ৬২ শতাংশ জমি নালিশী সম্পত্তি সহ মোট জমির পরিমান হলো ৬৭ শতাংশ। উক্ত পরিমান জমির মালিকানা দাবী ধার বিবাদী হাবিবুর রহমান গং।
এবিষয়ে জানতে তুরাগ থানার এএসআই অধীন এর সাথে যোগাযোগ করা হলে সে এ প্রতিবেদককে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানার ওসি স্যার আমাকে সেখানে পাঠিয়েছেন। তাই আমি সেখানে পুলিশ নিয়ে গিয়েছিলাম।
এব্যাপারে জানতে বিমানবন্দর থানার এসআই শাহেদ পারভেজ এর সাথে যোগাযোগ করা হলে সে এ প্রতিবেদককে জানান, সম্প্রতি আমরা (হাসিনা বেগম গংরা) ঢাকার অতিরিক্ত জেলা জজ ৮ম আদালত মো: আহসান তারেক এর জেলা ও দায়রা জজ দেওয়ানী আপীল মো: নং-১১২/২০১৭ থেকে রায় পেয়েছি। সে কারনে আমি ও আমার আতœীয়রা জমিকে ইটের বাউন্ডারী ও টিনের ঘর তৈরী করেছি।
এবিষয়ে জানতে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুল মোত্তকিন এর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
এব্যাপারে হাবিবুর রহমান গংদের পক্ষে জমির মালিক আব্বাস আলী ও আবুল হোসেন এ প্রতিবেকদককে জানান, আমরা উক্ত জমির বিষয়ে ঢাকার সিনিয়র সহকারী জজ ( দ্বিতীয় আদালত কর্তৃক মেহনাজ রহমান সিনিয়র সহকারী জজ গত প্রায় ৩ মাস আগে আদালত থেকে আমরা রায় পেয়েছি।