নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তুরাগ থেকে এক অজ্ঞাত তরুণীর (২০) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার তুরাগ এলাকার বাউনিয়া পূর্বপাড়ার ১০ নম্বর বাড়ির সামনের খালি জায়গা থেকে সকাল সাড়ে ৯টায় ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সন্ধ্যা ৬টায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, গণধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাকে ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ওই তরুণীর পরণে হলুদ, সবুজ ও খয়েরি রঙের প্রিন্ট কামিজ ও গোলাপি সালোয়ার ছিল।