
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর তুরাগ নদী থেকে ওয়াহেদ আলী (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে টঙ্গীর বাদাম এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
টঙ্গী থানার এসআই মো. আশরাফুল ইসলাম জানান, সকালে বাদাম এলাকায় তুরাগ নদীতে লাশটি দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করা হয়। পানিতে ডুবে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
তিনি বাদাম এলাকার সরাফত আলীর ছেলে।