
দীর্ঘ ৬ মাস পর কুয়েতে তুলে নেয়া হচ্ছে কারফিউ । মহামারী করোনা মোকাবিলায় কারফিউ জারি করেছিলো দেশটির সরকার। কারফিউ তুলে নেয়ার এ সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
বৈশ্বিক মহামারী প্রাদুর্ভাব রোধে কুয়েতে গত ৬ মাস ধরে চলে আসছিল কারফিউ। চতুর্থ ধাপে লকডাউনমুক্ত হয়েছিল কুয়েত। পঞ্চম ধাপে স্বাভাবিক জীবনে ফেরার প্রতিশ্রুতি দিয়েছিল কুয়েত সরকার। তারই পরিপ্রেক্ষিতে রোববার (৩০ আগস্ট) তুলে নেয়া হয় আংশিক কারফিউ।
সরকারের এ পদক্ষেপে জনজীবনে স্বস্তি নেমে এসেছে। কুয়েত সরকারের সময়োপযোগী সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছেন কুয়েত প্রবাসী বাংলাদেশীরা।
কুয়েত প্রবাসী বাংলাদেশি বলেন, ‘তারা তড়িৎঘটিত বিভিন্ন গঠনমূলক পদক্ষেপের কারণে মহামারি করোনা ভাইরাস খারাপ আকার ধারণ করতে পারেনি। আমি সকল প্রবাসীদের পক্ষ থেকে কুয়েত সরকারকে সাধুবাদ জানাই।’
আরও একজন কুয়েত প্রবাসী বাংলাদেশি বলেন, ‘কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী মাস্ক, হান্ডগ্লাফভস, সামাজিক দূরত্ব বজায় রাখা এসব মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করবো।’
একইসঙ্গে কুয়েত সরকারের নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সব প্রবাসী বাংলাদেশীকে আহ্বান জানান তারা।