মোঃ নাজমুল ইসলাম তাজ যশোর জেলা প্রতিনিধি :যশোরেয় লিঙ্গ (হিজড়া) ও যৌনকর্মীদের খাদ্য সামগ্রী দিলেন সাইফুজ্জামান পিকুল। মঙ্গলবার সকালে যশোর জেলা পরিষদের উদ্যোগে করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে ঘরে থাকা সমাজের ভিন্ন পেশার তৃতীয় লিঙ্গ ও যৌনকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল।
জেলা পরিষদ চত্বরে ১শ’ ২০জনকে চাল, আলু, ডাল, পেঁয়াজ, ছোলা, চিড়া, তেল, লবন ও সাবান প্রদান করেছেন। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম মিলন, প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুন্নবী, প্রশাসনিক কর্মকর্তা লুৎফার রহমান, চেয়ারম্যানের ব্যাক্তিগত সহকারী শেখ মোহাম্মদ এজাজ, কর্মকর্তা কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন।
খাবার সামগ্রী বিতরণ শেষে জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল বলেন বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশে দেশের কোনো মানুষ করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে ঘরে থেকে অনাহারে থাকবেনা তাদের পাশে সকলকে থাকার যে নি যশোর র্দেশ প্রদান করেছেন তারই অংশ হিসাবে আমরা এই জনগোষ্ঠীর মাঝে খাবার সামগ্রী প্রদান করেছি সামনে প্রয়োজনমত আরো সহায়তা প্রদান করা হবে।