বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে লুকোচুরি খেলার নামে ডেকে ঘরে নিয়ে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৯) প্রতিবেশী একই ক্লাসের মাদ্রাসাছাত্র (৯) ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। ছাত্রীর মা শনিবার রাতে শিবগঞ্জ থানায় মামলা করলে পুলিশ রোববার সকালে ওই শিশু ছাত্রকে হেফাজতে নিয়েছে।
গত ৮ মে সকালে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের সোবাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ওসি মঞ্জুরুল আলম জানান, রোববার দুপুরে ওই শিশুছাত্রকে বগুড়ার শিশু আদালতে পাঠানো হয়েছে। এর আগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করানো হয়। আদালত নির্দেশ দিলে ছাত্রকে যশোরের পুলেরহাটে শিশু-কিশোর সংশোধনাগারে পাঠানো হবে। বিকাল পর্যন্ত আদালতের কার্যক্রম শেষ হয়নি।
পুলিশ, এজাহার ও স্থানীয়রা জানান, একই এলাকায় বাড়ি হওয়ায় দুই শিশু একসঙ্গে খেলাধুলা ও একে অপরের বাড়িতে যাতায়াত করত। গত ৮ মে সকাল ৯টার দিকে ওই ছাত্র লুকোচুরি খেলার জন্য ছাত্রীকে নিজেদের বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর সে শয়ন ঘরে নিয়ে ছাত্রীকে ধর্ষণ করে। ছাত্রীর চিৎকারে ছাত্র তাকে ছেড়ে দিলেও বিষয়টি কাউকে না বলতে ভয় দেখায়। ছাত্রীর মা ধর্ষণের ঘটনা টের পেরে ছাত্রের পরিবারের কাছে নালিশ করেন; কিন্তু তারা কোনো ব্যবস্থা না নেওয়ায় ছাত্রীর মা শনিবার রাতে শিবগঞ্জ থানায় ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। পুলিশ রোববার সকালে অভিযুক্ত ছাত্রকে হেফাজতে নেয়।
ছাত্রীর মা বলেন, প্রতিবেশী মাদ্রাসাছাত্র তার মেয়েকে খেলার নামে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেছে। এছাড়া ঘটনা ফাঁস করলে প্রাণনাশের হুমকিও দেয়।
তিনি আরও বলেন, ন্যায়বিচারের জন্য মামলা করেছি। আশা করছি ন্যায়বিচার পাব।
মাত্র নয় বছর বয়সের এক শিশু সমবয়সি শিশুকে ধর্ষণ করতে পারে কিনা- এমন প্রশ্নের উত্তরে শিবগঞ্জ থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, আকাশ সংস্কৃতির প্রভাবে এখনকার ছেলেমেয়েরা এসব বিষয়ে অনেক অভিজ্ঞ। ছাত্রীর মা ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন। এর পরিপ্রেক্ষিতে ছাত্রকে পুলিশ হেফাজতে নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুসারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।